
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, মাদক বেচাকেনার খবর পেয়ে বুধবার ভোরে র্যাবের একটি দল শিমরাইল এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ফরিদ মিয়ার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৮টি মামলা রয়েছে।