
খবরে বলা হয়, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি অস্বাভাবিক দ্রুত গতিতে চলছিল। এক সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি যাত্রীসহ একটি ‘ডিভাইডারের’ সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
এই ঘটনায় বাস চালক নিজেও আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। পরবর্তীতে তার সাক্ষ্য নেয়া হবে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।