সম্পাদনা অনলাইন : আবার টেলিভিশন শো করছেন ফারহা খান। কোরিওগ্রাফার ফারহার শো-এ নাচ যে প্রধান বিষয় হবে এটা বলার জন্য কোনও পুরস্কার নেই। তাঁর মা সরোজ খান একসময় একটি চ্যানেলে নাচের রিয়ালিটি শো করতেন। ‘নাচ লে ওয়ে উইথ সরোজ খান’ নামের সেই অনুষ্ঠানে নিজের করা বিখ্যাত সব গানের কোরিওগ্রাফের খুঁটিনাটি শিক্ষার্থীদের শেখাতেন মাধুরী দীক্ষিতদের মাস্টারজি। ফারহা অবশ্য সেই পথে হাঁটছেন না।
লিপ সিংক ব্যাটল। আন্তার্জাতিক ফরম্যাটের জনপ্রিয় শো এবার ফারহার হাত ধরে ভারতীয় টেলিভিশনে আসছে। এই শো-এ বলিউড সেলিব্রিটিদের নাচের মঞ্চে হাজির করছেন ফারহা। তবে মজার ব্যাপার হল বলিউডের প্রথম সারির সেলিব্রিটিরা একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন ঠিকই। তবে নিজের গানের সাহাত্য পাবেন না। অন্য সেলিব্রিটিদের গানের সঙ্গে নাচতে হবে তাঁদের।
তবে শুধুই যে নাচ থাকবে এই অনুষ্ঠানে, তা নয়। লিপ সিংক যুদ্ধকে আরও আকর্ষণীয় করে তুলতে এই শো-এ থাকবেন টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান আলি আসগর। অনুষ্ঠানের অতিথিরা আলির সঙ্গে মজাদার আলাপচারিতায় অংশ নেবেন। ফারহা-আলি যুগলবন্দি দর্শকদের কতটা আনন্দ দিতে পারবে তা সময়ই বলবে।