
তারা হলেন- পৌর শহরের সাতপাই বাবলু স্মরণী এলাকার প্রাক্তন শিক্ষক মিহির কান্তি বিশ্বাস (৭০) ও তার স্ত্রী এনজিও কর্মী স্ত্রী তুলি রানী নন্দ (৫৮)। তাদের দুদিন আগেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। বাড়িতে শুধু স্বামী-স্ত্রী বসবাস করতেন। তাদের এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন।
নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, শুক্রবার দুপুর ১টার দিকে মিহির কান্তির বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙ্গে মিহির কান্তি ও তার স্ত্রী তুলি রানীর লাশ উদ্ধার করে। পরে তাদের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের শরীরে আঘাতে চিহ্ন না পাওয়ায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।